মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর : শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২রা মার্চ) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ দিবস পালিত হয়। এবছর পঞ্চমবারের মতো সারাদেশে দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আংশিক আসনের সংসদ সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার সৈয়দ আল-ইমরান শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু প্রমুখ।