শনিবার , ৪ মার্চ ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বাজার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে নেই: মেনন

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ৪, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ

সেলিম হায়দার : সিন্ডিকেটের কারণে বাজারে রাতারাতি নিত্যপণ্যের দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘দফায় দফায় জ্বালানির দাম বাড়ানো হচ্ছে যার প্রভাব পড়ছে কৃষিক্ষেত্র ও দ্রব্যমূল্যের ওপর। এতে কৃষি উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। কৃষকদের উৎপাদন ব্যয় বাড়লেও তারা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না।

তাছাড়া কৃষিতে রয়েছে বাজার সিন্ডিকেট, যারা রাতারাতি ইচ্ছেমত নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি করছে। দ্রব্যমূল্য ও বাজার ব্যবস্থায় সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।’ ৪ মার্চ শনিবার দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল।

রাশেদ খান মেনন বলেন, করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। বাংলাদেশকেও এই ধাক্কা সামলাতে হচ্ছে। এই ধাক্কা কাটিয়ে উঠতে বাংলাদেশের মাথাপিছু আয় ও রিজার্ভ বাড়ানোর চেষ্টার চলছে। পদ্মা সেতু, কর্ণফুলি টানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে যা অর্থনৈতিক সক্ষমতা প্রকাশ করে। কিন্তু এই উন্নয়নের ছোঁয়া গরীব ও শ্রমজীবী মানুষ পাচ্ছে না।

যাদের কারণে আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেই প্রবাসী, গার্মেন্টস শ্রমিক ও কৃষকরা এই উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। প্রধান অতিথির বক্তব্যে মেনন বলেন, ‘বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দীর্ঘদিন রাজপথে এবং সংসদে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা, ষাটোর্ধ্ব সকল নাগরিককে পেনশন স্কীম, খেতমজুরদের রেজিস্ট্রেশন ও সারা বছর কাজের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে।

সরকার খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওএমএস) ১০ কেজি ও ৩০ কেজি চালের কার্ড চালু করলেও সেখানে চলছে দলীয়করণ ও দুর্নীতি। সেজন্য আমাদের দাবি সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।’ দেশের শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে ওর্য়ার্কাস পার্টির সভাপতি বলেন, ‘১৪ দলীয় জোট ২০০৮ সালে সরকার গঠন করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করে। বিচারের রায় বাস্তবায়ন হচ্ছে। যুদ্ধাপরাধী ও স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক শক্তির মৌলবাদী অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। যার মাধ্যমে তারা অর্থপাচার ও সা¤প্রদায়িক তৎপরতা চালাচ্ছে। রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করলেও তাদের রাজনৈতিক তৎপরতা বন্ধ করেনি। প্রকারন্তরে হেফাজতে ইসলাম নামের সা¤প্রদায়িক শক্তির কাছে মাথানত করে পাঠ্যপুস্তক থেকে অসা¤প্রদায়িক লেখাগুলোকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সা¤প্রদায়িক করা হচ্ছে।’

দেশব্যাপী জামায়াতে ইসলামীর তাÐবের বিষয়ে রাশেদ খান মেনন বলেন, ‘২০১৩-১৪ সালে দেশব্যাপী জামায়াতে ইসলামীর সংঘঠিত হত্যাকাÐ ও নাশকতা মামলার বিচার এখনও বাস্তবায়ন হয়নি। মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত’৭২ সংবিধান বাস্তবায়নের প্রতিশ্রæতি থাকলেও এখনও রাষ্ট্র ধর্ম ইসলাম বহাল আছে।’ সাতক্ষীরার জলাবদ্ধতার প্রসঙ্গে ওয়ার্কার্স পাটির সভাপতি বলেন, ‘আমরা ১৯৯৭ সাল থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সাতক্ষীরাকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষার জন্য এলাকার নদীগুলো রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) ব্যবস্থা চালুর জন্য আন্দোলন সংগ্রাম করে আসছি। নদীগুলো কেটে ছোট খালে পরিণত করা হচ্ছে।

যার ফলে জলাবদ্ধতা দূরীকরণ না হয়ে জনদুর্ভোগ বাড়ছে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য ও সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, যশোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাভোকেট আবু বক্কার সিদ্দিকী, যশোর জেলার সাধারণ সম্পাদক শবদুল হোসেন খান, কেন্দ্রীয় যুব মৈত্রীর সহ-সভাপতি অনুপ কুমার পিন্টু।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে স্ত্রীকে পাচার মামলার প্রধান আসামি প্লাবন আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারকে ৩৩ বিজিবি’র অর্থ সহায়তা প্রদান

নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলার আলোচনা সভা

কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

আশাশুনিতে নবাগত ও বিদায়ী ইউএনওকে সংবর্ধনা

আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরণ

মাসজিদে কুবা, সাতক্ষীরা জনকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে : মোঃ নজরুল ইসলাম

আইন ও সালিশ কেন্দ্রের আয়োজনে শিশু যৌনশোষণ প্রতিরোধ বিষয়ক সাইকেল র‌্যালি

ভোমরা জিরো পয়েন্টে রাস্তা চলাচলের জন্য মরণকুপে পরিণত

পাইকগাছায় মাদক উদ্ধারসহ একজন কে ছয় মাসের জেল ও জরিমানা