শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উদ্বোধনের পূর্বে কৃষি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য শুভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা স্থলে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজী শাহাজাদা, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আবরারুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আকতার প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারী কৃষি স¤প্রসারণ অফিসার মোহাম্মদ ইউনুস আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সমীর কুমার ঘোষ, কবীর হোসেনসহ উপজেলায় কর্মরত কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক ও কৃষাণীরা। আগামী ৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা শেষ হবে।