সোমবার , ৬ মার্চ ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

চিলড্রেন পার্ক থেকে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের ইতিকথা

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ৬, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ

শেখ সিদ্দিকুর রহমান : নদীয়ার রাজা কৃষ্ণ চন্দ্রের কিছু পরগণা নিলাম হলে তারই কর্মচারী বিষ্ণুরাম চক্রবর্তী বুড়ন পরগণা ক্রয় করেন। বিষ্ণুরাম চক্রবর্তী আজকের সাতক্ষীরার পুরাতন সাতক্ষীরা এলাকায় ঝোঁপ-জঙ্গল, বাগান পরিস্কার করে সেখানে বসতি স্থাপনের লক্ষে সাতঘর কুলিন ব্রাহ্মণ এনে বসবাস করার সুযোগ করে দেন। পরবর্তীকালে ঐ সাতঘর হতে সাতঘরিয়া এবং পরে সাতক্ষীরা নামটি প্রচলিত হয়।

অবশ্য সাতক্ষীরা নামকরণে আরও অনেক মতবাদ পাওয়া যায়, সে আলোচনা এখানে না। বিষ্ণুরাম চক্রবর্তীর পুত্র আধুনিক সাতক্ষীরার রুপকার জমিদার প্রাণনাথ রায় চৌধুরী শহরের মধ্যবর্তী স্থানে দীঘি খনন, খাল খনন, সুপেয় পানির ব্যবস্থাসহ নানাবিধ জনকল্যাণমূলক কাজ করেন। দীঘি খননের সময় খননকৃত মাটি ভরাট করা হয় দীঘির উত্তর ও পূর্ব পাড়সহ অন্যান্য এলাকায়। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হলে দীঘির উত্তর ও পূর্ব পাশের জায়গাসহ অন্যান্য স্থানের জায়গা পৌরসভার অধীনে চলে যায়।

পৌরসভা দীঘির উত্তর ও পূর্ব পাশের জায়গায় শিশুদের বিনোদনের জন্য ‘চিলড্রেন পার্ক’ নামকরণ করে শিশুদের জন্য কিছু রাইডের ব্যবস্থা করে। এরপর চিলড্রেন পার্কের উন্মুক্ত স্থানে বিভিন্ন বরেণ্য রাজনৈতিক নেতারা পার্কে সভা-সমাবেশ করতেন। মৌসুম মেলাসহ নানা উৎসব হতে থাকে। ১৯৭০ সালের ০৭ ডিসেম্বর অনুষ্ঠিত পাকিস্থানের জাতীয় পরিষদ ও প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৫ ফেব্রæয়ারি জাতীয় পরিষদের অধিবেশন ডাকার জন্য প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানকে পরামর্শ দেন। কিন্তু বঙ্গবন্ধুর পরামর্শ উপেক্ষা করে প্রেসিডেন্ট ৩ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের প্রথম অধিবেশন আহবান করেন।

কিন্তু হঠাৎ করে মার্চ মাসের ৩ তারিখের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়। পাকিস্থানের প্রেসিডেন্টের এই ঘোষণায় সমগ্র বাঙালি জাতি ক্ষুব্ধ হয়ে ওঠে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ০২ মার্চ দেশব্যাপী হরতালের ডাক দেন। শান্তিপূর্ণভাবে সারাদেশে হরতাল পালিত হওয়ার পর মার্চ মাসের ৩ তারিখ গোটা দেশ সভা-সমাবেশ গণমিছিলে রুপ নেয়। সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও এর প্রভাব পড়ে। মার্চ মাসের ৩ তারিখে সাতক্ষীরা মহাকুমার বিভিন্ন স্থানের সভা-সমাবেশ মিছিল শুরু হয়।

মার্চ মাসের ০৭ তারিখে সাতক্ষীরা সরকারি কলেজ হতে একটি মিছিল শহর অভিমুখে রওনা হয়। মিছিলটি পাকাপুল পার হয়ে লাবনী মোড়ের দিকে এগোতে থাকলে চাপড়া লজের সামনে এলে চাপড়া লজ থেকে মিছিলের উপর গুলি ছোড়া হয়। মুসলিম লীগ নেতা আতিয়ার রহমান, মতিয়ার রহমান ও লিয়াকত আলি মিছিলে গুলিবর্ষণ করে। এ সময় তাদের গুলিবর্ষণে আব্দুর রাজ্জাক নামে এক রিকশা চালক গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় গুলিতে মারাত্বকভাবে আহত হন খলিলউল্লাহ ঝড়–, শেখ নিজামউদ্দীন, আব্দুল ওয়াহেদ মিয়া, আজাদ আলিসহ আরও অনেকে। এমন পরিস্থিতিতে মিছিলটি জঙ্গিরুপ নিয়ে মুসলিম নেতা, আতিয়ার, মতিয়ারের বাড়ি ভাঙচুর ও মুসলিম লীগ নেতা বারী খানের পেট্রোল পাম্পে আগুন ধরিয়ে দেয়। মুক্তিযুদ্ধের প্রাক্কালে প্রথম শহীদ রিকশাচালক আব্দুর রাজ্জাককে চিলড্রেন পার্কের পূর্ব পাশে সমাহিত করা হয়।

পরবর্তীতে ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান পৌর দিঘির চিলড্রেন পার্কটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক নামকরণের প্রস্তাব করলে সাতক্ষীরা শহরের সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ আবু নাসিম ময়নার সমর্থনে রাজ্জাককে শহীদ ঘোষণা করা হয় এবং তার নামানুসারে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক নামকরণ হয়। মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে সাতক্ষীরার ছিল মুক্তিযুদ্ধের গৌরবোজ্জল ভুমিকা। দেশের অন্যান্য স্থানের ন্যায় সাতক্ষীরার সকল শ্রেণী ও পেশার মানুষ মুক্তির আকাংখায় হাতে অস্ত্র তুলে নিয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন মরণ যুদ্ধে।

সাতক্ষীরার প্রাণ কেন্দ্রে অবস্থিত একমাত্র বিনোদন কেন্দ্র শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পূর্ব পাশে স্বাধীনতা উত্তরপূর্বে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি ও ক্যাফেটরিয়া, তার দক্ষিণ পাশে আব্দুর রাজ্জাকের কবর, তারই দক্ষিণ পাশে জেলা শিল্পকলা একাডেমি, সরকারি গণগ্রন্থাগার, গণশৌচাগার, দীঘির উত্তর-পশ্চিম পাড়ে মসজিদ ও জেলা প্রেসক্লাব আছে। অবশ্য সরকারি গ্রন্থাগারের সামনে শিশুদের জন্য কিছু বিনোদন সামগ্রী তৈরী করা হলেও তা এখন আর শিশুদের জন্য ব্যবহারের উপযোগি নেই। তেমনি জেলা শিল্পকলা একাডেমির গেটের সামনে, গেটের ভেতরে স্কুল কলেজের ও বখাটে ছেলেদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

এছাড়া সন্ধ্যার পর পার্কটির দক্ষিণ পূর্ব কোনে অসামাজিক পরিবেশ বেশ দৃষ্টিকটু। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এখন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজনৈতিক সভা সমাবেশ এই রাজ্জার্ক পার্ককে অনুষ্ঠিত হয়। পৌরসভার প্রাক্তন মেয়র শেখ আশরাফুল হক পৌর দীঘির বেশ কিছু সংস্কার কাজ করেন তার মধ্যে শান বাঁধানো ঘাট, প্রাচীর নির্মাণ, দীঘির উত্তর পাশে টাইলস দিয়ে বসার স্থান ও নামাজের জন্য মসজিদ তৈরী করেন। পার্কটির পূর্ব পাশে তৎকালিন জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার (০৫.০২.২০১২- ২৫.১২.২০১৩) বৃহৎ এক শহীদ মিনার নির্মাণ করেন। যে শহীদ মিনারটি বাংলাদেশের দ্বিতীয় সর্ব্বোচ বড় শহীদ মিনার।

রাস্তা হতে রাজ্জাক পার্কের দিকে তাকালেই শহীদ মিনারটি সর্ব প্রথম চোখে পড়বে আর এমনটাই চেয়েছিলেন জেলা প্রশাসক। তিনি সে সময় জানিয়েছিলেন, রাস্তা দিয়ে চলা কোন পথিক যখন শহীদ মিনারটির দিকে তাকাবেন, তিনি যেন ভাষা শহীদদের স্মৃতি ও দেশ প্রেমে উজ্জীবিত হন। আমাদের সাতক্ষীরা জেলাটি সুন্দরবনের অপরুপ সৌন্দর্যের জলাভুমি হওয়াতে ইতিহাস- ঐতিহ্য ও সুনাম দেশ ছাড়িয়ে বিদেশে। দেশের অন্য জেলা ও বিদেশ হতেও সাতক্ষীরা জেলায় বেড়াতে আসা পর্যটকদের শহর প্রদক্ষিণকালে প্রথমে নজর পড়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও দীঘিটির দিকে। শহীদ আব্দুর রাজ্জাক পার্ককে যদি সৌন্দর্য মন্ডিত বিনোদন পরিবেশ গড়ে তোলা যেতো যেমনটি করা হয়েছে খুলনা শহরের হাদীস পার্কে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে মানবিক গুনাবলী অর্জন করতে হবে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন রুগিদের সহায়তা চেক প্রদান

নুনগোলায় বিদ্যুৎ স্পৃষ্টে আবুল হোসেনের মৃত্যু

আশাশুনিতে জাতীয় যুব দিবসে বিভিন্ন কর্মসূচি পালন

খুলনাকে তিলোত্তমা নগরী করতে চাই : কেসিসি মেয়র

দেশ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে শ্যামনগরে আওয়ামী লীগের প্রতিবাদ সভা

খলিলনগর ঈদ উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ

জাতীয় মেধা তালিকায় উত্তির্ণ নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র

শ্যামনগর বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

পুষ্পকাটি তাফসীরুল কুরআন মাহফিল ও হামদ্ প্রতিযোগীতা