শেখ ইফতেখার আল মামুন (সুমন), কপিলমুনি : দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আমজাদুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। খুলনার অন্যতম বাণিজ্য নগরী কপিলমুনির ঐতিহ্যবাহী মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় এদিন টি পালন করা হয়।
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা মরহুম শেখ আমজাদুর রহমানের পুত্র শেখ আসাদুর রহমান পিয়ারুলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জালাল উদ্দীনের সঞ্চালনায় মরহুম শেখ আমজাদুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী রুকসানা খানমের কন্ঠে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে স্মরণ সভা কার্যক্রম শুরু হয়। সভায় স্বাগতিক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এস এম সি কমিটির সদস্য শেখ আবু তালেব, বিশিষ্ট সমাজ সেবক বাবুলাল হালদার, পিটিএ সহ কমিটির সহ-সভাপতি জনাব আব্দুল হাই, পিটিএ কমিটির সাবেক সভাপতি এইচ এম সোহরাব হোসেন, এসএমসি কমিটির সদস্য দেলোয়ার হোসেন আঙ্গুর, পিটিএ কমিটির সদস্য ডালিয়া সুলতানা চুমকি, প্রতিষ্ঠাতা কন্যা মঞ্জিলা খাতুন, সাংবাদিক জি,এম আসলাম হোসেন, সাংবাদিক পলাশ কর্মকার, আফসা সালাম প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাদিয়া নওরিন, শেখ নিহা, নন্দিনী মল্লিক, তারিনী তাবন্নুম, লামিয়া আক্তার বাবলি, ইভা মনি, জান্নাতুল মাওয়া, ফাতেমা জান্নাত মিতু, নাদিয়া কিরন, সুবর্ণা সুলতানা স্বপ্না, সানা খাতুন, সুজানা আহম্মেদ, লাবনী আক্তার, চন্দ্র মল্লিকা সাহা ও রাবেয়া বসরি মরহুম শেখ আমজাদুর রহমানের সংক্ষিপ্ত আলোচনা করেন।