ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের পিডিকে মিতালী সংঘের আয়োজনে ৮ দলীয় মিতালী কাপ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে নুরনগর ফ্রেন্ডস ক্লাব ১৮ রানে ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পিডিকে মিতালী সংঘের সভাপতি ও পিডিকে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আব্দুর রফিকের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার বেলা ১০টা থেকে দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধন করেন রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ফিফা রেফারি ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
টুর্নামেন্ট শেষে পিডিকে মিতালী সংঘের সভাপতি গাজী আব্দুর রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় তিনি পিডিকে মিতালী সংঘের সভাপতি গাজী আব্দুর রফিকের প্রশংসা করে বলেন, রফিক স্যারের কারণে পিডিকে মিতালী সংঘের নাম আজ শুধু কালিগঞ্জ বা সাতক্ষীরা নয় সারা বাংলাদেশের মানুষ জানে। যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই। তিনি পিডিকে মিতালী সংঘকে এক লক্ষ টাকা ও ক্রিকেট সরঞ্জাম প্রদানের ঘোষণা দেন।
টুর্নামেন্টে ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন নূরনগর ফ্রেন্ডস ক্লাবের খেলোয়াড় জুয়েল। খেলা পরিচালনা করেন এসকে রাসেল, ফজলুর রহমান ও বাবলু। ধারাভাষ্যে ছিলেন বাংলাদেশ বেতারের জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন, সিরাজুল ইসলাম ও এম.আর মোস্তাক।