শাহ জাহান আলী মিটন : “পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর’র আয়োজনে জাতীয় পাট দিবস ২০২৩ উপলক্ষে সাতক্ষীরায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ই মার্চ সোমবার সকাল সাড়ে ৯ টায় কালেক্টরেট চত্বর হতে এক র্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণু পদ পাল, আর ডি সি মোঃ মহিউদ্দীন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, নবারুণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, কৃষিবিদ ড. হারুন উর রশিদ প্রমুখ।
এসময় পাট চাষিদের মধ্য হতে বক্তব্য রাখেন জেলা পাট চাষি সমিতির সভাপতি আব্দুল বারী, ঘোণা ইউনিয়নের ছনকা গ্রামের সফল পাট চাষি মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন এলাকায় কৃষক কৃষাণী বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক সরজিত সরকার।