শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ ই মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে ডি ডি এল জি মাসরুবা ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম), সাতক্ষীরা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান মশু। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি বৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ ৭ টি বিষয়ে ৫ ক্যাটাগরীতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ১০৫ টি পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।