ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে উপজেলা প্রশাসন, বিভিন্ন বেসরকারি সংস্থা ও সূধীবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেন্ডার বিষয়ক প্রকল্পের মডারেটর মাসুম হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ প্রমুখ। পরবর্তীতে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সাংবাদিক ফজলুল হক, সাজেদুল হক সাজু, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।