সকাল ডেস্ক: গভীর শ্রদ্ধা আর পরম ভালোবাসায় সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবু নাছিম ময়নার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজি আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এজাজ আহমেদ স্বপন, নির্বাহী সদস্য নাজমুন নাহার মুন্নি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সহ-সভাপতি মীর মোস্তাক আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক রাশিদুজ্জামান রাশি, সাংগঠনিক সম্পাদক কাজি ইকবাল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, জেলা কৃষকলীগ সহ-সভাপতি এড: আল মাহমুদ পলাশ, সাংগঠনিক সম্পাদক শেখ জুয়েল হাসান প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়না মহান মুক্তিযুদ্ধ চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠক। ছাত্র আন্দোলন, গণআন্দোলন, স্বাধীনতা আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন। পরবর্তী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দু:সময়ে নেতৃত্ব দিয়েছেন। নাগরিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তাঁর জীবন ও আদর্শ নবীন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।