মণিরামপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে শেখ হাসিনা সরকার ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে মণিরামপুরের ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহন কুন্ডুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ কাজী মাহমুদুল হাসান।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহসান সাজ্জাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান তরুণ আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও বর্তমান তরুণ আওয়ামী লীগ নেতা মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাজরীন সুলতানা শোভা, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অসিম মজুমদার রাম, অধ্যক্ষ তাপস কুন্ডু, বাবলু সিংহ, আওয়ামী লীগ ও দলটির সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সুধীজন।