কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেল সহ ১জনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার ( ১০ মার্চ) আনুমানিক সকাল দশটার সময় কালিগঞ্জ উপজেলাধীন তারালি বাজারের গ্রাম্য ডাঃ কার্তিক চেম্বারের সামনে হতে তার ব্যবহৃত লাল রংয়ের একটি হিরো স্পেলেন্ডার প্লাস মোটরসাইকেল হারিয়ে যায়।
এরপর তিনি থানায় একটি এজাহার দাখিল করেন এজাহার নম্বর ১৩। পরবর্তীতে একদিন বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান এর নেতৃত্বে কালিগঞ্জ থানার এসআই মিলন বিশ্বাস সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে মোঃ আব্দুল্লাহ, পিতা-মৃত আব্দুল আজিজ(৩০), গ্রাম-তারালি, কালিগঞ্জ সাতক্ষীরা নামীয় দূর্ধর্ষ চোরকে তার নিজস্ব বাড়ি তারালি থেকে গ্রেফতার করে এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার এসআই মিলন বিশ্বাস এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে ঘটনার সত্যতা স্বীকার করেন এবং উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে জানান।