শনিবার , ১১ মার্চ ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পৌর আ’লীগ ১নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ১১, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০মার্চ) বিকালে কাটিয়াস্থ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ চত্বরে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমাদেরকে সংঘবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্ম দিয়েছেন, আর জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ। আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আবারও নৌকা প্রতীকে ভোট দেবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, বিএনপি-জামাত যখন ক্ষমতায় ছিল আমাদের নেতাকর্মীদের উপর নির্মম অত্যাচার করত। আমরা কিন্তু তা করিনি। আবারো যদি জামাত-বিএনপি সহিংসতা সৃষ্টি করে আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের নেতা কর্মীরা আর ছাড় দেবেনা। যারা আমাদের পতাকাকে মেনে নেয়নি, আমাদের দেশকে মেনে নেয়নি এবং আমাদের স্বাধীনতাকে মেনে নেয়নি তারা আজও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে।

সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জয়লাভের জন্য নিরলসভাবে পরিশ্রম করতে হবে।” সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মীর মোশতাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, জিয়াউর বিন সেলিম যাদু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি মো. আব্দুল খালেক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, নাজমুল আসিফ মুন্নী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, এ.এস.এম মাকছুদ খান, আওয়ামী লীগ নেতা শেখ জুলফিকার রহমান উজ্জল, আশরাফুল করিম ধনি, আশরাফুল আলম খোকন, আব্দুস সবুর, আবু আব্দুল্লাহ আবু সাক্কার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রধম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় উপস্থিত সকলের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করার আহবান জানালে সভাপতি পদে মো. আব্দুস সালাম ও আসিফ ইকবাল তুহিনকে সাধারণ সম্পাদক পদে আসিফ ইকবাল তুহিন এর নাম প্রস্তাব করা হয়।

এসময় অন্য কোন প্রার্থী না থাকায় সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি মো. আব্দুস সালাম এবং আসিফ ইকবাল তুহিনকে সাধারণ সম্পাদক হিসেবে ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান ইমাম।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সুন্দরবনে অবৈধ ভাবে মাছ ধরার অপরাধে ৫ জেলে আটক

কাশিবাটী হাইস্কুলের মাঠ দখল করে স্থাপনা, উচ্ছেদের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

অণুজীববিজ্ঞান বিভাগের নবীন বরণ ও মাইক্রোঅর্গানিজম দিবস পালন

তালায় ক্ষুদ্র মৃৎশিল্প উদ্যোক্তাদের সাথে বিসিক সনদ কর্মশালা

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

শহরের মধুমল্লার ডাঙ্গী ছিনতাইয়ের শিকার এক নারী

একাডেমী মসজিদে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু’র মতবিনিময় ও ইফতার মাহফিল

কালিগঞ্জে উপজেলা ল্যাবরেটরী স্কুলের ম্যানেজিং কমিটির অভিষেক ও পরিচিতি সভা

কালিগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রয়

স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে- নজরুল ইসলাম