নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী ২০২৩ (রবিবার) নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের নিজস্ব ক্যাম্পাসে ২০২৩ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের চেয়ারম্যান ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কারিগরি শিক্ষা বর্তমান সময়ের চাহিদার প্রেক্ষিতে একটি অগ্রগামী পদক্ষেপ। কারিগরি শিক্ষা ছাড়া বর্তমান বাংলাদেশের অগ্রগতি সম্পূর্ণভাবে সম্ভব নয়। দেশ এগিয়ে যাবার জন্য প্রতিটি সেক্টরে কারিগরি বিষয়ের কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, দক্ষ ও উন্নয়নমুখি কর্মঠ জাতি তৈরীতে চীন যেভাবে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দিয়েছিল তারই ফলশ্রুতিতে তারা আজ বিশ্বের বুকে চির সমাদৃত। সুতরাং আগামী বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কারিগরি শিক্ষাকে আরো বিস্তৃত করা প্রয়োজন। নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের সমৃদ্ধ ক্যাম্পাস, যুগোপযোগী শিক্ষা পদ্ধতি ও মননশীল সফলতার তিনি প্রশংসা করেন।
তাছাড়া তিনি নতুন শিক্ষার্থীদের নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, মোঃ অহিদুজ্জামান খান সহ শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং নবাগত ও অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইলেকট্রিক্যাল বিভাগীয় প্রধান বাচ্চু মুন্সী।