শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : বাংলাদেশ দোকান মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ই মার্চ শনিবার বিকালে সাতক্ষীরা ফাল্গুনী বস্ত্রালয়ের দ্বিতীয় তলায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দ্বীন আলীর সভাপতিত্বে উক্ত বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিতে আগামী ২ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির সভাপতি হলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দ্বীন আলী, সিনিয়র সহ সভাপতি মো. নজরুল ইসলাম, সহ- সভাপতি আশরাফুল করিম, মো. শরিফুল ইসলাম খান, গৌর চন্দ্র দত্ত, মো. লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মো. লিয়াকত পারভেজ, সহ সাধারণ সম্পাদক মো. শাহা আলম, কোষাধ্যক্ষ মীর আহছানুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আব্দুল আহাদ, প্রচার সম্পাদক নাসিম হোসেন কুরাইশী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু শোয়েব, ক্রীড়া সম্পাদক কবিরুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, বাজার সম্পাদক মিহির কুমার সাহা, আইন বিষয়ক সম্পাদক শিমুল শাহাসহ ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী ২ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।