তারিকুশ সারাফাত : কালিগঞ্জের ঐতিহ্যবাহী বসন্তপুর লতিফ পাড়া মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৭ মার্চ) বিকাল ৩টায় নাজিমগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুজ্জামান রুমির সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম, ইউপি সদস্য মোদাচ্ছের রহমান, বাগ বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল আলম, এসআই শেখ জাহাঙ্গীর আলম। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বসন্তপুর লতিফ পড়ার ক্রিকেট একাদশ এবং রানার্সআপ হয় শীতলপুর ক্রিকেট একাদশ।
সমগ্র খেলাটি পরিচালনা করেন আবু তাহের এবং আব্দুল্লাহ। ধারাভাষ্যকার ছিলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক। খেলাটি উপভোগ করার জন্য প্রচুর দর্শকের সমাগম হয়।