শুক্রবার , ১৭ মার্চ ২০২৩ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

নব জীবন এর আয়োজনে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ১৭, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

সকাল রিপোর্ট : নব জীবন এর আয়োজনে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠান পরিচালনা করা হয়।

সকাল ১০টায় নবজীবন প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান। তিনি বলেন, আজ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস। তিনি এ দেশে জন্মগ্রহন করেছিলেন বলে আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি।

তিনি শিশুদের ভালবাসতেন তাদের নিয়ে স্বপ্ন দেখতেন, তাদের শিক্ষার আলো বিস্তারে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। তাই আজ আমরা তার প্রতি শ্রদ্ধা ভালবাসার সাথে স্মরণ করি।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবনের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান, নবজীবন ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নব জীবন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ সেলিম মিয়া, এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এরপর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ এর কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টাল হেড বাচ্চু মুনশি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত