তারিকুস সারাফাত, মথুরেশপুর প্রতিনিধি : কালিগঞ্জে আল আমিন প্রি ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় স্কুল চত্তরে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, মডেল পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ সাইদুর রহমান, প্রত্যয় গ্রুপের পরিচালক আজগর আলী।
স্কুলের সহকারী শিক্ষক ইসতিয়াক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছুসহ সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীবৃন্দ।