মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুরের সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলমগীর হোসেন আলমের অর্থায়নে ষষ্ঠ শ্রেণির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী, সহকারী প্রধান শিক্ষক মোতাহার হোসেন, সহকারী শিক্ষক আসলাম উদ্দীন, কুতুবুদ্দীন, শাসছুর রহমান, নূর আলী, শরিফুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু প্রমূখ। স্কুল পরিচালনা পর্ষদের নিকট থেকে বিনামূলে নতুন স্কুল ড্রেস পেয়ে শিশু শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়েছে।