শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধ স্বপ্নের রঙিন” এই স্লোগানে হাজর বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পৌর ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ই মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় শহরের খুলনা রোড মোড়স্থ ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সুবোল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর মোস্তাক আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন মীর্জা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কামরুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, আইনবিষয়ক সম্পাদক কাজী মাসুম, সদস্য জিএম আশরাফ, রফিকুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও এম আর পরিবহনের চেয়ারম্যান মোঃ নুরুল হক।