আশাশুনি ব্যুরো : আশাশুনিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের ৯৩ তম জন্ম দিবস পালন করা হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকালে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে এ দিবস পালন করা হয়।
উপজেলা জাপা সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ইয়াহিয়া ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা তরুন পার্টির আহবায়ক আবু ইয়াছিন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা তরুন পার্টির সদস্য সচিব আঃ কাদের, উপজেলা জাপা সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আঃ রহিম, সাধারণ সম্পাদক যাকারিয়া হোসেন, উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, অলিদ হোসেন, আঃ আলিম, জাকির হোসেন, বিল্লাল হোসেন, মাহতাব উদ্দীন, ফরহাদ, আজিজুল, অজিয়ার, রহিমা খাতুন, আব্দুল, আহাদ, মোন্তাছির, রইচ খাঁ, আঃ লতিফ প্রমুখ। আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়।