জি এম ফিরোজ উদ্দিন, মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুরে ট্রাকের ধাক্কায় এমএ খালেক (৪৮) নামে ওষুধ কোম্পানির এক প্রতিনিধি নিহত হয়েছেন। শনিবার রাত ১০ টার দিকে পৌরশহরের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত খালেক পার্শবর্তী শার্শা উপজেলার নাভারণ এলাকার শিয়ালঘোনা গ্রামের মৃত মোবারক বিশ্বাসের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন রাতে মণিরামপুর হাসপাতাল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন এমএ খালেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নিলে অবস্থা আংশকাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। অ্যাম্বুলেন্সযোগে যশোরে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের চাচা মতিয়ার রহমান জানান, খালেক দীর্ঘদিন ধরে মণিরামপুরে মেডিকো এবং গুডলাক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে মণিরামপুর পৌরশহরের গাংড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। রোববার মরহুমের বাড়ি নাভারণে প্রথম নামাজে জানাযা এবং মণিরামপুর সরকারি পাইলট স্কুল মাঠে দ্বিতীয় জানাযা নামাজ শেষে মণিরামপুরের মাসনা মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।