বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কালিগঞ্জের নলতায় হত-দরিদ্র ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় প্রদান করা হয়েছে। ২০ মার্চ সোমবার বেলা ১১টায় নলতা বাজাজ মার্কেট এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হকের ব্যক্তিগত উদ্যোগে এলাকার ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে প্রত্যেককে ২০ কেজি চাউল, ৫ কেজি আলু, ৩ কেজি ডাল ও একটি করে শাড়ি প্রদান করা হয়।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হক’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ থানা সাব-ইন্সপেক্টর আলী আজম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমদ উল্লাহ বাচ্চু, প্রেসক্লাবের সদস্য আব্দুল করিম মামুন হাসান, শেখ আতিকুর রহমান। অত্যন্ত সুশৃংখলভাবে ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও কাপড় বিতরণ অনুষ্ঠানের পর দোয়া মোনাজাত পরিচালনা করেন নলতা জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান।
##