ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আনন্দ বিশ্বাস (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটকৃত ওই মাদক কারবারি উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে এস আই আশিস ও এ এস আই জাফরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার উকসা এলাকা থেকে অভিযান চালিয়ে আনন্দ বিশ্বাসের চায়ের দোকানের সামনে থেকে তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৭২ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, আটককৃত এই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।