বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা ও নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী জাহাঙ্গীর কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির সদস্য মিজানুর রহমান, শাকির আহমেদ, সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার, এম খাতুন সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা রানী প্রমুখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিত্যানন্দ সরকারের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান অফিস সহকারী মোঃ ফজলুর রহমান কবিতা আবৃতি করেন, সংগীত পরিবেশন সরকারি শিক্ষিকা কণিকার সরকার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।