আশাশুনি প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম.এম আহসান হাবিব। সাধারণ সম্পাদক এসকে হাসানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জি.এম মুজিবুর রহমান ও জি.এম আল ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি সচ্চিদানন্দ দে সদয়, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম- সম্পাদক শরিফুল ইসলাম মুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ এমএম নূর আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, সদস্য গোলাম মোস্তফা, বাহবুল হাসনাইন, আলী নেওয়াজ, সোহরাব হোসেন, শাহজাহান হাবিব, জগদীশ চন্দ্র সানা, ফায়জুল কবির, শেখ বাদশা, জাকির হোসেন, আরাফাত হোসেন, মইনুল ইসলাম প্রমুখ।
সভায় কমিটির আয় ও ব্যয়ের হিসাব নিকাশ কোষাধ্যক্ষের নিকট হস্তান্তর করা, প্রেসক্লাবের উন্নয়নমূলক কাজে এসএম আহসান হাবিবকে আহবায়ক করে প্রকল্প কমিটি করা, প্রেসক্লাবের নামে অনুদানের তদন্ত কমিটি গঠন, পিকনিকের বিষয়ে আলোচনা, সদস্যদের বর্তমান কর্মরত পত্রিকা প্রেসক্লাবে সরবরাহ ও কর্মরত পত্রিকার নাম উল্লেখ পূর্বক সভাপতি বরাবর আবেদন ও প্রেক্লাবের উন্নয়নমূলক কাজের তালিকা সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।