শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সাব রেজিষ্ট্রি অফিসের সাব রেজিষ্ট্রার কাজী নজরুল ইসলামকে বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে সাব রেজিষ্ট্রী অফিস কার্যালয়ে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সাব রেজিষ্ট্রার কাজী নজরুল ইসলাম ৬/১০/২১ তারিখে আশাশুনি সাব রেজিষ্ট্রি অফিসে যোগদান করেন। দীর্ঘ প্রায় দেড় বছরে তিনি আশাশুনিতে দায়িত্ব পালন করেন।
বিদায় জনিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি কাজী নজরুল ইসলাম।
নির্মল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, ডিড রাইটার রাবিদ মাহমুদ চঞ্চল, আহসান উল্লাহ আসু, অফিস সহকারী আকরাম হোসেন বক্তব্য রাখেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আঃ হাই ও গীতা পাঠ করেন কৃষ্ণ মন্ডল। উল্লেখ্য বিদায়ী সাব রেজিষ্ট্রার পটুয়াখালীল খেপুপাড়ায় বদলী হয়েছেন।