শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে ধ্রæবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার সকাল ১১টায় আদিবাসী নারীদের স্বাস্থ্য সচেতনতায় “প্রজনন স্বাস্থ্য” বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ধ্রæবতারা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবু মুছা মোড়লের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী মুন্ডা সংস্থা “সামস”এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, নারী সদস্য মিসেস ফরিদা পারভীন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল এসিস্ট্যান্ট মিসেস সুমনা সুলতানা। সামস এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা বলেন এই ধরনের উদ্যোগ উপক‚লীয় নারীদের স্বাস্থ্য সচেতনতায় বিশেষ ভ‚মিকা রাখবে। তিনি ধ্রæবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। ইউ.পি সদস্যবৃন্দ উপক‚লীয় এ সমস্ত নারীদের স্বাস্থ্য সচেতনতায় প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। ধ্রæবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান। ধ্রæবতারার সাতক্ষীরা জেলা শাখার সকল সদস্যবৃন্দ অনুষ্ঠান সম্পন্ন করতে সক্রিয় ভ‚মিকা পালন করেন।