বিলাল হোসেন : বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষে “জল ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে, খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপক‚লবাসী। বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড এর সহযোগিতায়, উপক‚লীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এই কর্মসূচির আয়োজন করে। এসময় স্থানীয় গৃহিণীরা পানির কলস নিয়ে বেড়িবাঁধে অবস্থান নেন। মানববন্ধনে তাঁরা “টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না”, “আর কতকাল লবণ পানি খেতে হবে?” সহ বিভিন্ন ¯েøাগান সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবীগুলো তুলে ধরেন। অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, “চারিদিকে শুধু পানি,নেই শুধু সুপেয় পানি।
বার বার নদী ভাঙনের ফলে উপক‚লের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপক‚লের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।” উন্নয়নকর্মী ফুয়াদ মাহমুদ বলেন, “উপক‚লবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা হিমাদ্রী রাজ হিমু, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী জাহিদ হাসান, বিশ্বজিত মন্ডল, তনুশ্রী মন্ডল, রুপা জোয়ারদ্দার, হামিদ হোসেন, শুভজীত সরকার প্রমূখ।