মণিরামপুর প্রতিনিধি : ‘মানবতার সেবায় হোক আমাদের লক্ষ’-এ শ্লোগানকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মণিরামপুরে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে মনিরামপুর পৌরশহরের ২নং ওয়ার্ডের মহাদেবপুর ও জয়নগর গ্রামে শারিরীক প্রতিবন্ধী শিশুদের মাঝে এ হুইল চেয়ার প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইচ চেয়ারম্যান উত্তম চক্রবর্তী সার্বিক সহযোগিতা এবং স্থানীয় কাউন্সিল পৌর যুবলীগ নেতা কাউন্সিলর সুমন কুমার দাসের তত্বাবধানে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তারসহ সূধীজন।