রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আশাশুনিতে গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভা

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ২৬, ২০২৩ ১২:৪৪ পূর্বাহ্ণ

আলী নেওয়াজ, আশাশুনি ব্যুরো : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

আশাশুনি উপজেলা প্রশাসন : সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান ও উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী। স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রীরা কবিতা আবৃত্তি করেন।

এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বাদ জোহর বিভিন্ন জামে মসজিদে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে বিভিন্ন মন্দির, গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়। রাত্র ১০ থেকে ১০.০১ মিনিট প্রতীকি বøাক আউট করা হয়।

আশাশুনি সরকারি কলেজ : দিবসের আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সভার আহবায়ক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ হোসেন আলি। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে স্মৃতি চারণ ও বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান। এছাড়া ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ রবিউল ইসলাম, ইতিহাস বিভাগের প্রধান প্রভাষক মোঃ ইছাহক আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জাকির হোসেন ভূট্টো প্রমূখ বক্তব্য রাখেন।

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় : স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ আশরাফুন নাহার নার্গিসের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. আসিব ইকবালের সঞ্চালনায় আলেচানা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল হান্নান। এছাড়া সহকারী শিক্ষক সেলিনা আক্তার, নারায়ন চন্দ্র, আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত