রবিবার , ২৬ মার্চ ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভা

প্রতিবেদক
satkhirar sakal
মার্চ ২৬, ২০২৩ ১:১৩ পূর্বাহ্ণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বধ্যভূমিতে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের পিছনের বধ্যভূমিতে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন পূর্বক সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণহত্যা দিবসে শহিদ স্মরণে দোয়া ও আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “পাকিস্থানের যে দুরাবস্থা তার কারণ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে হাকস্থিানী হানাদার বাহিনী নির্বিচারে হাজার হাজার বাঙ্গালীদেরকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করার পাপ। আজ তাদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে। ওরা যেভাবে আমাদের বাঙালী ভাইদেরকে নির্মমভাবে হত্যা ও মা বোনদের সম্ভ্রমহানী করেছে কখনও ভোলার নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের এক ভাষণেই বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। গুটি কতক কুলাঙ্গার ছাড়া দেশের সকল মানুষ স্বাধীনতার পক্ষে ছিল।

স্বাধীনতা বিরোধী রাজাকাররা তাদের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে দেশের স্বাধীনতা, পতাকা, স্মৃতিসৌধ ও শহিদ মিনারকে অপমান করেছে। জাতিসংঘ ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দেয় সেজন্য মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এসময় বঙ্গবন্ধু, তাঁর শহিদ পরিবার, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদ, গণহত্যায় শহিদসহ শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন মশু, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সদর সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ মো. ফখরুল আলম খান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইয়াহিয়া ইকবাল, মো. সিরাজুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমীন উদ্দিন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শেখ রাসেলের জন্মদিনে ডিবি গার্লস হাইস্কুলে রোবটিক্স কর্নার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেবহাটায় ইউএনও এবং ওসির সাথে ফেয়ার মিশনের শুভেচ্ছা বিনিময়

কলারোয়া থানার নবাগত ওসি কে বরণ ও বিদায়ী ওসি কে বিদায় সংবর্ধনা

তালায় জলাবদ্ধতার কারণে ইরি বোরো চাষের অনিশ্চয়তা, কৃষকের মাথায় হাত!

সাবিনা কে শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু

বারসিক’র উদ্যোগে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু নায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মা ফাউন্ডেশনের উদ্যোগে মে দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময়

সাতক্ষীরায় দু’দিন ব্যাপী আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসবের সমাপনী

সাতক্ষীরার উপকূলে সুপেয় পানি পাচ্ছে এক লাখ মানুষ

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালন