পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে একটি শোক র্যালি শেষে উপজেলার কপিলমুনি বধ্যভ‚মিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সম্মানিত আলোচক ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) আরাফাত হোসেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও রবিউল ইসলাম। সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম’র সঞ্চালনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, আঃ আজিজ, আঃ রহমান মিস্ত্রী, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, এসআই মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও মোঃ খালেকুজ্জামান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, (অবঃ) সহ অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, সাংবাদিক আঃ আজিজ, গাজী আঃ রাজ্জাক রাজু। এছাড়া বিভিন্ন দপ্তর, কিশোর-কিশোরী ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন ও শ্রেণি-পেশার মানুষ।