সাইফুল, রমজাননগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের রমজাননগর-সোরা স্লুইজ গেটের বেহাল দশায় পরিণত হয়েছে। সরজমিনে দেখা যায়, রমজাননগর ইউনিয়নের রমজাননগর-সোরা স্লুইজ গেটের চার পাশে ধ্বংস নেমেছে। স্লুইজ গেটের মাদার নদীর সাইটে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। ফাটলটি ধিরে ধিরে বড় হচ্ছে। যে কোন মুহুত্তে মেইন রাস্তাসহ ধ্বংস নামতে পারে। প্রতি বছর স্লুইজগেটটি ক্ষতিগ্রস্থ হলে জোড়াতালি দিয়ে সংস্কার করে কর্তৃপক্ষ।
এলাকার জেলেরা জানান, যদি ৪/৫ দিনের ভিতরে স্লুইজ গেটটির চার পাশ সংস্কার করা না হয় তাহলে এলাকা প্লাবিত হওয়ার আশাংকা বিরাজ করছে। এ বিষয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, বিষয়টি আমি শুনেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের শ্যামনগরের এস ও মোঃ মাসুদ রানা বলেন, বিষয়টি নিয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। স্লুইজ গেটটি দ্রæত সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে করে দ্রæত রমজাননগর-সোরা স্লুইজ গেটটি সংস্কার হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছে এলাকাবাসী।