কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার মনিটরিং করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে কলারোয়া পৌর সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। নিত্যপণ্যের বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন, হোটেল ব্যবসায়ীদের খাদ্যে ভেজাল, মিষ্টির দোকানে পচাবাসী খাবার রাখা, পাইকারী ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের পন্য মজুদ করা হচ্ছে কিনা বিভিন্ন বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস।
এসময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা এম এ সোহেল ও ইউএনও অফিসের হিসাব সহকারি বেনজির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন। এ সময় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে নষ্ট পচাবাসী মিষ্টি রাখার অপরাধে ৫০০০ টাকা ও পাকা কলা ব্যবসায়ী মাজুল ইসলামকে রাস্তার উপর কলা নিয়ে যানজট সৃষ্টি করার অপরাধে ২০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়েছে। বিভিন্ন অপরাধে ২ জন ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় ও তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।