রমজাননগর প্রতিনিধি : বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ চত্তরে ওয়ার্ল্ড রিনিউ এর অর্থায়নে ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে কিশোর -কিশোরীদের স্বাস্থ্য ও জেন্ডার প্রোগ্রাম সমাজগত ভাবে পরিবর্তন উদ্যাপন অনুষ্ঠিত হয়েছে। ফেইথ ইন এ্যাকশন সাত আইসিডিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মি. মিল্টন বাড়ৈর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর ওসিসি অফিসার প্রণব বিশ^াস, ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ শেখ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য গাজী আব্দুল্লাহ আল মামুন, ইউপি সদস্যা মোছাঃ আসমা খাতুন, রমজাননগর ইউপি সচিব মোঃ আবু হেনা ইবনে জহিরসহ শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভিওয়াইএ এর প্রজক্ট কো-অডিনেটর শমুয়েল সাংমা ।