আলী নেওয়াজ, আশাশুনি ব্যুরো : আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়ায় বাসন্তীপূজা অনুষ্ঠানে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি পূজা মন্ডপ পরিশর্দন করেন। বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে বাসন্তী পূজার আয়োজন করা হয়।
পূজা কমিটির আমন্ত্রণে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এসময় তিনি পূজা আয়োজক কমিটি ও পূজা মন্ডপে আগত ধর্মপ্রাণ মানুষের সাথে মতবিনিময় করেন। স্ব স্ব ধর্ম পালনের স্বাধীনতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মকান্ড ও সুদূর প্রসারী কর্ম পরিকল্পনার তথ্যচিত্র তুলে ধরে আগামী নির্বাচনে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে আওয়ামী লীগের উদার চিন্তা ভাবনাকে অব্যহত রাখতে আহবান জানান। এসময় আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, স্থানীয় সাবেক ইউপি সদস্য মঙ্গল কুমারসহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।