শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে নৈশ্য প্রহরীদের মাঝে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। শুক্রবার রাত ১০টায় বুধহাটায় হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলুর সভাপতিত্বে সংগঠনের স্থায়ী কার্যালয়ে নৈশ্য প্রহরীদের মাঝে এ ইউনিফর্ম বিতরণ করা হয়।
হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দের এএসআই সোহান হোসেন, যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সংগঠনের নির্বাহী সদস্য মেহেদী হাসান বিপুল, শহিদ হোসেন, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী গৌরপদ কর্মকার প্রমুখ। আলোচনা সভা শেষে রাতে বাজারে দায়িত্বরত নৈশ্য প্রহরীদের মাঝে ইউনিফর্ম ও হাতিয়ার (লাঠি) বিতরণ করা হয়।