শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : ১ এপ্রিল শনিবার দুপুর ২টায় সাতক্ষীরা জেলা বিএনপি’র আয়োজনে শহরের তালতলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অবস্থান কর্মসুচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক সেলিম ভ‚ঁইয়া। বিদ্যুৎ গ্যাসসহ দ্রব্যমূলের উধর্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসি দূর্নীতি এবং কেন্দ্রীয় কমিটির পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে এ কর্মসুচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী’র সভাপতিত্বে ও সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম’র সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, পৌর বিএনপি’র আহবায়ক মো. শের আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভ‚ট্রো, জেলা কৃষক দলের সভাপতি প্রমুখ।