বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম সভাপতি ও মোজাম্মেল হক মোজাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত (৩০মার্চ) বিকাল ৫টায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হক ছোট’র সভাপতিত্বে উপজেলার ১২টি ইউপি চেয়ারম্যানদের উদ্যোগে ইফতার মাহফিল ও উপজেলা ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।
সকল চেয়ারম্যানদের মতামতের ভিত্তিতে ৯নং মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিমকে সভাপতি ও চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক এবং নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান কোষাধ্যক্ষ পদে মনোনীত করেন। এসময়ে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন ও মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল ও ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন।