রমজাননগর প্রতিনিধি : ইফতার মাহফিল না করে জেলা প্রশাসন, সাতক্ষীরা কর্তৃক রমজাননগর ইউনিয়নের গরীব, দুস্থ্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছর রমজানে জেলা প্রশাসন সাতক্ষীরা কর্তৃক জেলার সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হত। কিন্তু এ বছর ইফতার মাহফিল আয়োজন না করে জেলা প্রশাসন কর্তৃক সেই অর্থ দিয়ে ইফতার সামগ্রী শ্যামনগর উপজেলার হত দরিদ্র, প্রতিবন্ধী, বিধবা, বাঘ বিধবা, অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসব সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, সিমাই, চিনি, চিড়া, মুড়ি, ডাল, তেল, খেজুর ও আলু। জেলা প্রশাসক সাতক্ষীরার পক্ষে রমজাননগর ইউনিয়নে রবিবার দুপুর ২টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেন ইফতার সামগ্রী উপকার ভোগীদের মাঝে পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন, ইউপি সদস্য মোঃ আব্দুল সালাম, মোঃ আজগর আলী বুলু, মোঃ রহুল আমিন, ইউপি সদস্যা দিপালী রানী, ইউপি সচিব মোঃ আবু হেনা ইবনে জহির প্রমুখ।