আলী নেওয়াজ, আশাশুনি ব্যুরো : আশাশুনিতে গরীব ও অসহায় মানুষের মাঝে যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (৩ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে যাকাতের নগত অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী মোঃ ইয়ানুর রহমান।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৮ জন গরীব অসহায় ব্যক্তিকে প্রত্যেককে ৩ হাজার ৯১০ টাকা করে মোট ১ লক্ষ ৯ হাজার ৪৮০ টাকা বিতরণ করা হয়। এসময় আশাশুনি উপজেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি মুফতি মাওলানা মনিরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ শামসুর রহমান, মহিউদ্দীন, রবিউল ইসলাম, মোক্তাজুল ইসলামসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।