নিজস্ব প্রতিনিধি : জাতীয় যুব সংহতি প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল রবিবার জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী ‘র সভাপতিত্বে জেলা যুব সংহতি সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ‘র সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় যুব সংহতি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নেতা রাজিবুল্লাহ রাজু, যুগ্ম আহবায়ক বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম, মেহেদী হাসান রাহুল, সোহেল, রাশেদুজ্জামান, রানা, বনি, শাহিন, নাহিদ, সম্রাট মেহেদী মনা, শাহরিয়ার প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে আজ বাংলাদেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বিদ্যুৎ, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম হু হু করে বেড়েই চলেছে। পবিত্র রমজান মাসে সাধারণ মানুষ সংসার চালাতে হিম শিম খাচ্ছে। বক্তারা অবিলম্বে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।