সকাল রিপোর্ট : সাতক্ষীরা সদর থানায় ইফতার মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ ১১ রমজান, ১৪৪৪ হিজরী, সোমবার (৩ এপ্রিল) সাতক্ষীরা সদর থানার আয়োজনে “পবিত্র মাহে রমজান” উপলক্ষে উক্ত ইফতার মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ইফতার মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠানে দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।