ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ০৯ মথুরেশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দিকনির্দেশনায় বুধবার ০৫ এপ্রিল টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন ০৯ নং মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোদ্দাছের রহমান, সাংবাদিক ফজলুল হক, ইউপি সদস্য রহমত আলি, বাসা মোল্লা, নুর মোহাম্মদ, আবু তাহের, প্রমিলা, (সংরক্ষিত মহিলা) সদস্য মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগী মোঃ বাবু, মাসুম বিল্লাহ প্রমুখ।
এ বিক্রয় কার্যক্রম ডিলার মেসার্স রিয়ান ট্রেডার্স এর মালিক সাংবাদিক শেখ ছাদেকুর রহমান কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলার নাজিমগঞ্জ বাজার চাটনিতে এবং দুললী বাজার নতুন হাটখোলা থেকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী ও জয়দেব কুমার দায়িত্বপ্রাপ্ত ট্যাক অফিসার সহ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিচালনা করা হয়েছে। উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি দেওয়া হচ্ছে। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৫০ টাকা, চিনি ৬০টাকা দরে বিক্রি হয়েছে।