বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের ঠিকাদারের শ্রমিক জাফর (২২ )নামের এক যুবক বিদ্যুতের পোস্টে উঠে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হলে অন্যান্য শ্রমিকদের সহযোগিতায় অবশেষে জীবন ফিরে পেলেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ এপ্রিল ) আনুমানিক বেলা ১১টার দিকে।
ঘটনা সূত্রে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, কালিগঞ্জ উপজেলা পরিষদের ক্যাম্পাসে মডেল মসজিদ নির্মাণের ঠিকাদারের বিদ্যুৎ শ্রমিক জাফর নামে এক শ্রমিক বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মাক আহত হয়ে খুঁটিতে ঝুলে থাকে ঘটনাটি অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে দ্রুত তাকে বাঁশ দিয়ে নামিয়ে শ্রমিকের সারা শরীর মেসেজ করতে থাকে।
জাফর মডেল মসজিদ নির্মাণের কাজের বিদ্যুৎ লাইনের কাজ করতে উপজেলা ক্যান্টিনের পাশে বিদ্যুৎ পোস্টে ওঠে এক পর্যায়ে সে বিদ্যুতের স্পর্শে খুঁটিতে জড়িয়ে থাকে। দ্রুত তাকে অন্যান্য শ্রমিক ও স্থানীয়দের সহযোগিতায় তাকে বাঁশ দিয়ে কোনরকম খুঁটি থেকে নামিয়ে মাটিতে রেখে চারজন শ্রমিক পা দিয়ে মাড়িয়ে ও হাত দিয়ে মেসেজ করে প্রাথমিক পর্যায়ে সুস্থ করে তোলে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুসরা সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তার ও কালিগঞ্জ প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকবৃন্দ ছুটে আসে আহত শ্রমিক জাফরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জাফর হাতে সামান্য আঘাত পেলেও বর্তমান তিনি সুস্থ আছে।