সকাল ডেস্ক : জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। ৪ এপ্রিল সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, মফিজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোস্তফা কামাল লস্করের আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বছরও অত্র বিদ্যালয়ের ৮৬ জন ছাত্র-ছাত্রী ও ৫জন শিক্ষা সহকারীর মাঝে এই ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। শিক্ষার্থীরা ঈদের নতুন পোশাক পেয়ে আনন্দে মেতে ওঠেন। এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।