কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম প্রমুখ।
সভায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ বৈশাখ সকালে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদে শোভাযাত্রা ও বৈশাখী অনুষ্ঠানমালা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।