অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ১১ জন আসামী গ্রেফতার হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ০৬/০৪/২০২৩ ইং তারিখ, এসআই হাফিজুর রহমান ও এএসআই আব্দুর রহিম গাজী সংগীয় ফোর্সসহ দেবহাটা থানার মামলা নং- ০৩, তারিখ- ০৬/০৪/২০২৩ ইং, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ আসামী উপজেলার রন্তেশ্বরপুর গ্রামের মৃত মহিউদ্দিন মোড়লের ছেলে এবাদুর রহমান (৫০), মাঝ পারুলিয়া গ্রামের দাউদ সরদারের ছেলে আব্দুল করিম সরদার(৫০), একই গ্রামের মৃত ওজিয়ার সরদারের ছেলে মহসিন সরদার(৪০), দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে মনিরুল ইসলাম সরদার (৫২), শিমুলিয়া গ্রামের গোলাম রব্বানী সরদারের ছেলে হাফিজুর রহমান হাপু(৩৬), উত্তর সখিপুর গ্রামের ওহাব আলী সরদারের ছেলে তরিকুল ইসলাম (২৫), পারুলিয়া পলগাদা এলাকার মৃত ইউসুফ আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম (৫৬), জগন্নাথপুর গ্রামের মৃত গফফার আলী গাইনের ছেলে আরশাদ আলী গাইন (৬২), বহেরা গ্রামের মৃত গোলাম জুব্বার সরদারের ছেলে আব্দুল আজিজ সরদার (৫৭), দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে সাইফুল্লাহ সরদার (৪২) ও পূর্ব কুলিয়া গ্রামের দীনদার আলী বিশ্বাসের ছেলে নুর নবী বিশ্বাস (৬৩) দেরকে গ্রেফতার করেন। আসামীদেরকে ইং-০৬/০৪/২৩ ইং বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।