কলারোয়া প্রতিনিধি : রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টায় কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের দাফনের আগে গার্ড অব অনার প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশের এস.আই সিদ্দিকুর রহমানের একটি চৌকস দল।
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গাজীসহ উপজেলার সকল মুক্তিযোদ্ধারা। এ সময় আরোও উপস্থিত ছিলেন থানা পুলিশের সদস্য, শিক্ষকমন্ডলী, ছাত্রছাত্রীরা, গ্রামবাসী ও নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছোট ছেলে মতলেবুর রহমান হিরন জানান, তিন মাস ধরে হার্ট ও কিডনিসহ বিভিন্ন বার্ধক্য জনিত রোগের কারনে অসুস্থ ছিলেন। তিনি ১৯৬৭ সালে সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ২০০৬ সালে তিনি অবসর গ্রহণ করেন। তার মুক্তিযোদ্ধা গেজেট নং ১০৪০।